জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের ভার্চুয়াল আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং শিক্ষা ও আইসিটি শারমিন সুলতানার সঞ্চালনায় ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড, একে আব্দুল মোমেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়য়ের সচিব লোকমান হোসেন মিয়া।
ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, সিলেট রেঞ্জের ডি আইজি মফিজ উদ্দিন আহমদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবতুষ রায় বর্মণ।
Related News
সুন্নী জোটের সমাবেশ: শাহপরান (রহ)’র মাজারে হামলার বিচার,স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষা প্রদান এবং পর্যটন খাতে জাতীয় বরাদ্দ নিশ্চিত করাসহ ১৩ দফা দাবি পেশ
সিলেট—ঢাকা ছয় লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষাRead More
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ–এর উদ্যোগে সিলেটে র্যালি ওRead More

