Main Menu

দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৫৩৩, মৃত্যু ৩৩ জনের

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন।
গতকাল ৩৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৪৫৭ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনের চেযে আজ মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কম।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। গতকালের চেয়ে আজ ৩ হাজার ১১৪ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৯১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।
তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ৩১ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭০ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ১৬৩ জন।
তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৮০ হাজার ৪০২ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৩ দশমিক ৫১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ বেশি।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩০৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৯৮৮ জনের। গতকালের চেয়ে আজ ৩২০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৭৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৪৫৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৪৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *