শহীদ শামসুদ্দীন হাসপাতালে আরও একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ জুন)এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার লালন মিয়া (৪৯) পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ০৯ জুন ( মঙ্গলবার) লালন মিয়ার রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরবর্তীতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলোশনে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, লালন মিয়ার মৃত্যুর খবর শুনেছি। সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিরাপদে বাড়ি আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News

সিলেটের শাহপরান গেইট এলাকায় পিকনিক বাসের ধাক্কায় এক বৃদ্ব নিহত
সিলেট-তামাবিল সড়কে পিকনিক বাসের ধাক্কায় ঘটনাস্থলে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১ জুন) দুপুর দুইটার দিকেRead More

কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট ঘোষণা
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠিত হয়েছে।Read More