সিলেট বিভাগে আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত

সিলেট বিভাগে নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১।
বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাঁদের বাড়ি সিলেট জেলায়। আর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জ জেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কেউ মারা যাননি। সুস্থ হয়েছেন ৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ১২ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট জেলায় করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬০০ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৪৩ জন এবং সুস্থ হয়েছেন ২২০ জন। সুনামগঞ্জ জেলায় সংক্রমিত হয়েছেন ৭১১ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৪৫ জন। হবিগঞ্জ জেলায় সংক্রমিত হয়েছেন ২৬১ জন। মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫৮ জন। মৌলভীবাজা্র জেলায় সংক্রমিত হয়েছেন ২২৯। মৃত্যু বরণ করেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ জন।
Related News

সিলেট বিভিাগের ৪জেলা থেকে ৫দিনে প্রায় সাড়ে ২৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে সারাদেশের মতো সিলেটেও অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকারRead More

সিলেটের রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুরেRead More