হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী জমির উদ্দিনের ইন্তেকাল

সিলেট নগরীর হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সিলেটের বর্ষিয়াণ আলেমে দ্বীন মাওলানা ক্বারী জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)।
শনিবার রাত ১১টায় তিনি নিজ বসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি কয়েক দিন থেকে রোগাক্রান্ত ছিলেন, তবে গতকালও তিনি কুদরত উল্লাহ মসজিদে জুম’আর নামাজ আদায় করেন।
মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৩৯ বছর থেকে কুদরতউল্লা জামে মসজিদে ইমামতি করছিলেন।
তিনি দক্ষিণ সুরমার উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। মরহুমের নামাজে জানাজা রোববার বেলা ২ টায় কুদরত উল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার ইমামতি করেন মাওলানা জমির উদ্দিনের ছেলে আবু তালহা।
Related News

নন্দিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকএমপির মৃত্যুত
বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক আরRead More

বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক ও সুরকার সজল কুমার দত্ত’র প্রয়াণে বেতার সিলেট কেন্দ্রের শোক সভা
বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক ও সুরকার সজল কুমার দত্ত’র অকাল প্রয়াণে বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগেRead More