নর্থইস্ট হাসপাতালে করোনা চিকিৎসা শুরু

সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করেছে। গত কাল মঙ্গলবার বিকেল থেকে এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা শুরু হয়।
সিলেটের বেসরকারি এই হাসপাতালটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে করোনার চিকিৎসা শুরুর ব্যাপারে আলোচনা চললেও এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নর্থইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের চিকিৎসা শুরু করেছে।
রোববার রাতে শ্বাসকষ্টে ভোগা এক নারীকে ভর্তি না ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নর্থইস্টসহ সিলেটের ৬টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বিভিন্ন হাসপাতাল ঘুরে পরে অ্যাম্বুলেন্সেই মারা যান ওই নারী। এই নিয়ে সমালোচনার মধ্যেই মঙ্গলবার থেকে করোনা রোগীদের চিকিৎসা শুরু করলো নর্থইস্ট।
এ তথ্য নিশ্চিত করেছেন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমন্বয়ক অধ্যাপক ডা. নজমুল ইসলাম। মঙ্গলবার থেকে আমরা কোভিড-১৯ এর চিকিৎসা শুরু করেছি। এখন পর্যন্ত এখানে করোনার উপসর্গ নিয়ে ১৩ জন ভর্তি আছেন। এবং করোনা আক্রান্ত একজন চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, করোনা চিকিৎসার জন্য ২০০ শয্যার হাসপাতালের পুরো একটি ভবন প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ১০টি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) রয়েছে।
ডা. নাজমুল বলেন, এখনও সরকারের সাথে চুক্তি না হওয়ায় এখানে চিকিৎসার জন্য এখন হাসপাতালের নির্ধারিত যে চার্জ রয়েছে তা সেবাগ্রহীতাকে পরিশোধ করতে হবে।
Related News

কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরকারি ত্রাণের চাল বিতরণ
কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরকার কর্তৃক বরাদ্ধকৃতRead More

নগরীর মনিপুরী পাড়াসহ বিভিন্ন জায়গায় বিতরণ করলেন সালেহা কবির শেপি
সিলেট জেলা মহিলাদলের সভানেত্রী ও ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের সাবেক বার বার নির্বাচিত কাউন্সিলরRead More