নর্থইস্ট হাসপাতালে করোনা চিকিৎসা শুরু

সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করেছে। গত কাল মঙ্গলবার বিকেল থেকে এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা শুরু হয়।
সিলেটের বেসরকারি এই হাসপাতালটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে করোনার চিকিৎসা শুরুর ব্যাপারে আলোচনা চললেও এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নর্থইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের চিকিৎসা শুরু করেছে।
রোববার রাতে শ্বাসকষ্টে ভোগা এক নারীকে ভর্তি না ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নর্থইস্টসহ সিলেটের ৬টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বিভিন্ন হাসপাতাল ঘুরে পরে অ্যাম্বুলেন্সেই মারা যান ওই নারী। এই নিয়ে সমালোচনার মধ্যেই মঙ্গলবার থেকে করোনা রোগীদের চিকিৎসা শুরু করলো নর্থইস্ট।
এ তথ্য নিশ্চিত করেছেন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমন্বয়ক অধ্যাপক ডা. নজমুল ইসলাম। মঙ্গলবার থেকে আমরা কোভিড-১৯ এর চিকিৎসা শুরু করেছি। এখন পর্যন্ত এখানে করোনার উপসর্গ নিয়ে ১৩ জন ভর্তি আছেন। এবং করোনা আক্রান্ত একজন চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, করোনা চিকিৎসার জন্য ২০০ শয্যার হাসপাতালের পুরো একটি ভবন প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ১০টি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) রয়েছে।
ডা. নাজমুল বলেন, এখনও সরকারের সাথে চুক্তি না হওয়ায় এখানে চিকিৎসার জন্য এখন হাসপাতালের নির্ধারিত যে চার্জ রয়েছে তা সেবাগ্রহীতাকে পরিশোধ করতে হবে।
Related News

আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় জেলা দক্ষিণ যুব জমিয়ত দোয়া ও ইফতার মাহফিল
যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় যুব জমিয়তRead More

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতp
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেটRead More