ভারতে কোভিড-১৯ ভাইরাসে মোট ২২০৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭ হাজার ১৫২

ভারতে সোমবার কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ হাজার ২০৬ জনে এবং আক্রান্তের সংখ্যা মোট ৬৭ হাজার ১৫২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃতের সংখ্যা ৯৭ এবং আক্রান্ত ৪ হাজার ২১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর পিটিআই’র।
মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ২০ হাজার ৯১৬ জন সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪ হাজার ২৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৩১.১৫ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে।’
রোববার সকাল থেকে মোট ৯৭ জন মৃতের মধ্যে মহারাষ্ট্রে ৫৩ জন, গুজরাটে ২১ জন, পশ্চিম বঙ্গে ১৪ জন, তামিল নাড়–তে ৩ জন এবং অন্ধ্রপ্রদেশ, বিহার, হরিয়ানা, কর্ণাটক ও রাজস্থানে ১ জন করে মারা গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকালে হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, দেশটিতে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মোট ২২ হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছে। এরপরে গুজরাটে ৮ হাজার ১৯৪ জন, তামিল নাড়–তে ৭ হাজার ২০৪ জন, দিল্লীতে ৬ হাজার ৯২৩ জন, রাজস্থানে ৩ হাজার ৮১৪ জন, মধ্য প্রদেশে ৩ হাজার ৬১৪ জন এবং উত্তর প্রদেশে ৩ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে।
সৌজন্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
Related News

তীব্র হচ্ছে পাক-ভারত উত্তেজনা: পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতের ৪ যুদ্ধবিমান
পাক-ভারত উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। গতকাল ৬ষ্ঠ দিনের মতো গোলাগুলি হয়েছে কাশ্মির সীমান্তে। ওদিকে, গভীরRead More

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার (২৬ এপ্রি) অনুষ্ঠিত হবে বলে ঘোষণাRead More