শিল্পপতি, জুবায়ের আহমেদ চৌধুরীর ৩য় বার খাদ্যসামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশে লগডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদেরকে ৩য় বারেরমতো সমাজসেবী শিল্পপতি, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব জুবায়ের আহমেদ চৌধুরীর নিজ এলাকা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিনের ৮ নং ওয়ার্ডের পশ্চিমদর্শা, পূর্বদর্শা, মেদিনী মহল, দিঘীরপার, বসন্তরাগাঁও , ৯ নং ওয়ার্ডের বাদেয়ালী, অনন্তপুর, পাইকারোগাঁও, ইনাতাবাদ ৭নং ওয়ার্ডের সুজাতপুর, বাছির পুর, মাঝ মিরেরগাঁও , উজান মিরেরগাঁও এবং মাসুকগঞ্জ বাজার পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
১৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় মাসুকগঞ্জ বাজারে খাদ্যসামগ্রী বিতরণ করেন শিল্পপতি, জুবায়ের আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী গৌসুল হোসেন চৌধুরী (লনু মিয়া) মাষ্টার আবুল কালাম, মাসুকগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আমিন আহমদ, মুরব্বী আইয়ুব আলী, আব্দুস সামাদ, মইন উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানের নির্দেশনায় খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ মাহফিল
বিএনপির কেন্দ্রীয় সাবেক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান এর নির্দেশনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাRead More
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মৎস্যজীবী দলের মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবীRead More

