হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারীর ইন্তেকাল, জানাজা শনিবার

প্রখ্যাত মুফাসসিরে কুরআন, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন। আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন ইসলামি সুবক্তা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী প্রায় ৫ বছর থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসকদের পরামর্শমতে তিনি মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে গত কয়েক মাস থেকে অবস্থান করছিলেন।
অসুস্থতার কারণে সকল ওয়াজ মাহফিল বাতিল করে দিয়েছিলেন। গত কয়েক দিন ধরে শারিরীক অবস্থা খারাপ থাকার পর আজ বিকেল ৫.৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে জুবায়ের আহমদ আনছারীর বয়স ছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, জুবায়ের আহমদ আনছারী ইন্তেকালে দেশের আলেম সমাজসহ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লামা আনছারীর জানাজা শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়াস্থ জামেয়া রাহমানিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ মাদরাসা তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন।
Related News

তুরস্কের বিশিষ্ট আলেম শায়খ মাহমুদ এফেন্দির চিরবিদায়।। নামাজে জানাজা সম্পন্ন
শায়খ মাহমুদ এফেন্দিকে চিরবিদায় জানাতে তার নামাজে জানাজায় অংশ নেন হাজার হাজার মুসল্লি। শুক্রবার জুমারRead More

আবুল মাল আবদুল মুহিত বাঙালির নবজাগরণের অন্যতম উত্তরপুরুষ ছিলেন
সিলেটের অমর কৃতিসন্তান, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সফল কূটনীতিক ও অর্থনীতিবিদ, চিন্তক, লেখক ও আলোকিত সিলেটেরRead More