মুজিববর্ষ উপলক্ষে সিসিকের পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু
পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়তে নগরবাসির সহযোগিতা চাইলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা-ঘাট, ড্রেন পরিস্কার করলেও বাসাবাড়ির আঙ্গিনা থেকে যায় অপরিচ্ছন্ন। মশক নিধনে বাসাবাড়ির আঙ্গিনা, ঝুপঝাড়ে পরিস্কারে সকলের আরো সচেতন হওয়ার আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
“পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” প্রতিপাদ্য নিয়ে সিলেট সিটি করপোরেশন মুজিববর্ষ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বুধবার সকালে বছর ব্যাপি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিটি করপোরেশনে নগরীতে সচেতনতামূলক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হযরত শাহজালাল (র) মাজার গেইটে গিয়ে শেষ হয়।
সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর এড. সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর এড. সালমা সুলতানা, কাউন্সিলর শাহানারা বেগম, কাউন্সিলর নাজনিন আক্তার কনা, সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, পরিচ্ছন্ন শাখার প্রধান মো. হানিফুর রহমান সহ কর্মকর্তা কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে শাহজালাল (র) দরগা এলাকা থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। রাস্তা ঝাড়– দেয়া, ড্রেন পরিস্কারের পাশাপাশি মশক নিধনে ফগার মেশিন দ্বারা ঔষধ ছিটানো হয়। অভিযানের অংশ হিসাবে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়।
Related News
আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূস
সরকারের সাথে একসাথে কাজ করতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাRead More
সিলেটের বন্দরবাজারে ব্যবসায়ী ও অটোচালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
সিলেট মহানগরের বন্দরবাজারে ব্যবসায়ী এবং সিনএজিচালিত অটোরিকশাচালকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১২Read More