বীমা কোম্পানি গুলো মানুষের আস্থা অর্জন করতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনবিসি বলেছেন বীমা কোম্পানিগুলোকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। অন্যদিকে আমাদের জনগণকেও সচেতন হতে হবে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় কবি নজরুল অডিটোরিয়ামে প্রথম জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ,সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।
স্বাগত বক্তব্য রাখেন পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপক শাহজাহান হোসেন। আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম মাহফুজুর রহমান, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
Related News

কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট ঘোষণা
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠিত হয়েছে।Read More

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা: ধূমপানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে…..আশফাক আহমদ
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন,ধূমপানেরRead More