বন্ধ থাকা ছাতকের কংক্রিট স্লিপার কারখানা চালুর আশ্বাস রেলপথ মন্ত্রীর
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সুনামগঞ্জের ছাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটি ফের চালুর আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেছেন, ‘দেশের একমাত্র কংকিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করবো। ভোলাগঞ্জ রোপওয়ে আমরা পরিদর্শন করেছি, কিভাবে একে কাজে লাগানো যায় তা পরিকল্পা করা হচ্ছে।’
শনিবার দুপুরে ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার প্রত্যেক জেলায় রেলপথ সম্প্রসারণ করছে, যতটুকু সম্ভব রেল যাতে আগামী দিনে অন্যতম একটা বাহন হিসেবে দেশের ১৬ কোটি জনগণের বন্ধু হিসেবে যেন পাশে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। আমরা রেলের সংখ্যা আরো বাড়াবো। সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করবো।’
তিনি বলেন, ‘রেলের ব্যাপারে বর্তমান সরকার সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রেলকে অনেক বেশি যুগপোযুগি ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের রেল কে যেন গড়ে তুলতে পারি সে চেষ্ঠা করছি। রেলওয়ের সমস্ত জায়গা, পরিত্যক্ত জায়গা ও বেদখল হওয়া জায়গা ধীরে ধীরে উদ্ধার করবো।’
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের পূর্ব বিভাগের মহাপরিচালক মো. সামছুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের উপ পরিচালক (অপারেশন) ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের জিএম নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের প্রধান প্রকৌশলী সুভক্ত গীন, সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ছাতক সার্কেলের এএসপি বিল্লাল আহমদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির প্রমুখ।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More