সিলেট চেম্বারের উদ্যোগে শীতার্থদের কম্বল বিতরণ

শীতার্থদের পাশে দাঁড়িয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শনিবার বিকালে চেম্বার কনফারেন্স হলে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সিলেট চেম্বার আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীত মৌসুমে আমরা শীতার্থদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি সিলেটের সকল ব্যবসায়ী ও সামাজিক সংগঠনকে এভাবে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি কম্বল বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগিতার জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালক মোঃ আকিকুর রহমান, সিলেট চেম্বারের সকল পরিচালক ও প্রথমআলো বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক মোঃ আকিকুর রহমান, চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, প্রথম আলোর সিলেট প্রতিনিধি উজ্জ্বল মেহেদী, এডভোকেট মোঃ মাজহারুল হক ও প্রথম আলোর বন্ধুসভার সদস্যবৃন্দ।
Related News

বিশ্বকাপে দলের ব্যর্থতার মূল্যায়নে কমিটি গঠন করেছে বিসিবি
ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থ পারফরমেন্সের পর্যালোচনায় তিন সদস্যের একটি বিশেষ কমিটিRead More

আরো ১২ জিম্মি মুক্ত ॥ দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা মধ্যস্থতাকারীদের
ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আজ ছয়দিন চলছে। নতুন মেয়াদের যুদ্ধবিরতিতে ফিলিস্তিনী বন্দীদের মুক্তির বিনিময়েRead More