সিলেট চেম্বারের উদ্যোগে শীতার্থদের কম্বল বিতরণ

শীতার্থদের পাশে দাঁড়িয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শনিবার বিকালে চেম্বার কনফারেন্স হলে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সিলেট চেম্বার আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীত মৌসুমে আমরা শীতার্থদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি সিলেটের সকল ব্যবসায়ী ও সামাজিক সংগঠনকে এভাবে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি কম্বল বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগিতার জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালক মোঃ আকিকুর রহমান, সিলেট চেম্বারের সকল পরিচালক ও প্রথমআলো বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক মোঃ আকিকুর রহমান, চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, প্রথম আলোর সিলেট প্রতিনিধি উজ্জ্বল মেহেদী, এডভোকেট মোঃ মাজহারুল হক ও প্রথম আলোর বন্ধুসভার সদস্যবৃন্দ।
Related News

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুলRead More

সিলেটে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ন্যায় ইনসাফ ও মানবিক দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে, মাওলানা হাবিবুর রহমান
সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমিরRead More