যুক্তরাষ্ট্রে বেবী নাজনীনের একক গজলসন্ধ্যা

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী বেবী নাজনীনের একক গজলসন্ধ্যা। ৪ জানুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনোতে ‘সাম ই গজল’ শিরোনামের এই সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে, যা মার্কিন মুল্লুকে এদেশের কোনো শিল্পীর প্রথম গজলসন্ধ্যা। এর আয়োজক শো টাইম মিউজিক। এ প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম বলেন, ‘বেবী নাজনীন আধুনিক, পপ, রক, ফোক ফিউশন থেকে শুরু করে রবীন্দ্র, নজরুলসংগীত, গজল, কীর্তনসহ নানা ধরনের গানে সমান পারদর্শী। তার বহু প্রমাণ তিনি রেখেছেন দেশ-বিদেশের মঞ্চে। দেশের হাতেগোনা যে ক’জন শিল্পী
বিভিন্ন ঘরানার গানের মধ্য দিয়ে শ্রোতার হৃদয় জয় করেছেন, বেবী নাজনীন তাদের অন্যতম। এ কারণেই তাকে নিয়ে এমন ভিন্ন মাত্রার এ আয়োজন। ইতোমধ্যেই এ আয়োজনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং শুরু হয়েছে টিকিট বিক্রি। আমাদের বিশ্বাস এ আয়োজন দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলবে।’
একক গজলসন্ধ্যা নিয়ে শিল্পী বেবী নাজনীন বলেন, ‘৩৫ বছর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছিল আমার প্রথম একক গজলসন্ধ্যা। সেই গজলসন্ধ্যাটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এরপর বিভিন্ন দেশে গজল পরিবেশনা করেছি। তবে এবারের আয়োজনটি শুধু গজলকে কেন্দ্র করেই। যেজন্য প্রস্তুতি নিতে হচ্ছে একটু ভিন্ন ভাবে। সব মিলিয়ে এটি একটি সুন্দর অনুষ্ঠান হবে বলে আশাবাদী আমি।’
Related News

সিরাজউদ্দৌলা হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি
আনোয়ার হোসেন এদেশের সিনেমায় আজও নবাব সিরাজউদ্দৌলা হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে গেঁথে আছেন। খান আতাRead More

শো নিয়ে ব্যস্ত ন্যান্সি ও তার দল
গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক’দিন আগেই মেক্সিকোRead More