নলকট জাগরণ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৮ম ইসলামী মহাসম্মেলন কাল বুধবার

সিলেট শহরতলির নলকট জাগরণ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৮ম ইসলামী মহাসম্মেলন ১ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় নলকট উত্তরের মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী, ছাহেবজাদায়ে ফুলতলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা মুফতি হাফিজ নেছার উদ্দিন, ফেনী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ ঢাকার ইমাম ও খতিব মাওলানা হাছানুর রহমান হোছাইন নক্সেবন্দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল শহীদ বিপ্লবী, জালালপুর। এছাড়া আরো স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি মনির উদ্দিন ও সাধারণ সম্পাদক জালাল আহমদ।
Related News

আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় জেলা দক্ষিণ যুব জমিয়ত দোয়া ও ইফতার মাহফিল
যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় যুব জমিয়তRead More

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতp
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেটRead More