৯ম বারের মতো শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি
৯ম বারের মত আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২১শে ডিসেম্বর) আওয়মী লীগের ২১তম সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। পরে, এ প্রস্তাব সমর্থন করেন সভাপতির মণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। এরপর, তা কন্ঠ ভোটে পাস হয়।
শেখ হাসিনা যে ৯ম বারের মতো দলের সভাপতি নির্বাচিত সেটা নিশ্চিত ছিল।
Related News

দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ
দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশRead More

খুলনা শিপইয়ার্ডে ৩টি ডাইভিং বোট কমিশনিং করেছেন নৌবাহিনী প্রধান
বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি ডাইভিং বোটRead More