সিলেটে বিশ্ব মৃত্তিকা দিবস

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সম্ভাবনা এ দেশের মাটির উপরের সম্পদকে কাজে লাগতে হবে। খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে বেশি করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভ‚মির উপযুক্ত ব্যবহারের কোন বিকল্প নেই। বর্তমান সরকার দেশের কৃষি উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে কৃষি উন্নয়নে এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে কৃষি উন্নয়ন একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। এ আন্দোলনে সকলকে শরিক হতে হবে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রতিটি ইঞ্চি জমিকে কাজে লাগাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার ৫ ডিসেম্বর সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান।
সিলেট মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বুরহান উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুনফিক আহমদ চৌধুরী।
আলোচনা সভায় কৃষি স¤প্রসারন অধিদপ্তর, কৃষি উন্নয়ন কর্পোরেশন, সরেজমিন গবেষণা বিভাগ বারি সহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্তিকা দিবস উপলক্ষে সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। বিজ্ঞপ্তি
Related News

মোগলগাওঁ ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়ার মেয়ে সুমাইয়া ইসলাম সাফা ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে
২০২২ শিক্ষাবর্ষের সিলেট শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হওয়া সিলেটRead More

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নানা কর্মসূচি
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে—Read More