সিলেট সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ের্ যালীর মাধ্যমে মেলার উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
মেলায় অনলাইনে সেবা প্রদান কারী সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের স্টলের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা (ভূমি)সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আহমেদ সিরাজেম মুনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল তালুকদার প্রমূখ।
সমাপনী অনুষ্ঠানে শ্রেস্ট স্টলদাতাদের ও শ্রেস্ট উদ্ভাবনী অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে খাদিমপাড়া ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসা শিক্ষার্থীদের মধ্য থেকে যে সকল শিক্ষার্থীরা ভ্যাকসিন প্রথম ডোজ দিতে পারেনি তাদের ৫ হতে ১১ বছর বয়সের ১০৮৭ শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন প্রথম ডোজ, ১২ থেকে ১৭ বছর বয়সের ৩৭ জনকে এবং ১৮ বছরের সাধারণ ৩০ জনকে ভুস্টার ডোজ প্রদান করা হয়েছে। এবং খাদিমপাড়া ইউনিয়নের ৪ টি ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী যারা ইতো মধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের মধ্যে ৮৭১ জনকে অনলাইন ডাটা প্রদান করা হয়েছে।
Related News

সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ কর্নার উদ্বোধন “পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক, সিকৃবি ভিসি
“পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্যRead More

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More