Main Menu

মোগলগাঁও বাজারে পানিবাহিত রোগীদেরকে ডাঃ আবুল ফয়েজ মুহাম্মদ সালমানের বিনা মূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁও বাজারে মোগলগাঁও বাজারে পানিবাহিত রোগীদেরকে ডাঃ আবুল ফয়েজ মুহাম্মদ সালমানের বিনা মূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান প্রায় ৩ শত রোগীদেরকে বিনা মূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান করলেন এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সামসুল ইসলাম টুনু মিয়ার সুযোগ্য পুত্র জৈন্তাপুর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আবুল ফয়েজ মুহাম্মদ সালমান, (এমবিবিএস, বিসিএস-হেলথ, এফসিপিএস মেডিসিন)। সাথে ছিলেন আরেক পুত্র আবুল ফাজল মুহাম্মদ সাউদ।

মঙ্গলবার (২৮ জুন) মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ইতোপূর্বে খাদিমনগর ইউনিয়নে এ ধরনের আরেকটি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইতিহাসের ভয়াবহ এই বন্যার প্রথম দিন থেকে নিজ ইউনিয়ন ৭নং মোগলগাঁওসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা আক্রান্ত মানুষদেরকে শুকনো খাবার জ্বালানি সামগ্রী ও রান্না করা খাবার প্রতিদিন বিতরণ করছিলেন এবং এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাবে বলে তিনি জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *