বিএনপি উন্নয়ন চায় না, দেশের মানুষের রক্ত চায়: নানক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে চেয়েছিলেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ড. ইউনূসের মাধ্যমে বিশ্ব ব্যাংকে চিঠি পাঠিয়ে পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে চেয়েছিলেন খালেদা জিয়া। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় সেতু নির্মাণের উদ্যোগ নিলে পদ্মা সেতু ভেঙে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এতেই বোঝা যায়, বিএনপি উন্নয়ন চায় না, তারা দেশের মানুষের রক্ত চায়। এখন পদ্মা সেতু দেখে মাথা নষ্ট হয়ে গেছে তাদের।
শুক্রবার হবিগঞ্জে জালাল স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক জানান, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে এবং সেতুটি নির্মাণের ফলে তিন শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যাবে।
সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য আজিজুস সামাদ ডন, ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশোতোষ অধিকারী শংকর।
Related News
হবিগঞ্জে ৪ শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেRead More
কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার।Read More