হবিগঞ্জে ট্যাপ চালু করে বেসিনে ঘোড়ার পানি পান!

ফাগুনের হাওয়া বইছে প্রকৃতিতে। শীতের বিদায়ে বেড়েছে তাপ। প্রকৃতির পরিবর্তন প্রভাব ফেলেছে প্রাণিজগতেও। এমনই পরিবেশে বুধবার (২ মার্চ) দুপুরে এক জোড়া ঘোড়া হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বেসিনে পানি পান করেছে।
শুধু তা-ই নয়, বুদ্ধি দিয়ে খুলেছে পানির ট্যাপও। ভরদুপুরে এ দৃশ্য দেখে বিস্মিত হয় উপস্থিত জনতা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আগন্তুকদের জন্য এক বছর আগে বসানো হয়েছিল বেসিনটি। সেই বেসিনেই বুধবার দুপুরে পানি পান করে দুই ঘোড়া।
ঘোড়া দুটি সারা দিন শহরে বিচরণ করে। স্থানীয়রা জানায়, ঘোড়া দুটি শহরের জলিল পীরের মাজারের। তবে ঘোড়া দুটির দেখভাল করে না কেউ।
এ সময় সেখানে উপস্থিত থেকে ঘোড়ার বুদ্ধি দেখেন চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল ইসলাম রুবেল ও মাধবপুর পৌরসভার মেয়র হামিদুর রহমান হামদু। তাঁরা বলেন, ঘোড়া দুটি বুদ্ধির পরিচয় দিয়েছে। মুখ দিয়েই নিজেরা পানির ট্যাপ চালু করেছে। সত্যি বিস্মিত হওয়ার মতো ঘটনা।
Related News

হবিগঞ্জে ৪ শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেRead More

কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার।Read More