লাইকি ট্যালেন্টদের জন্য কোনালের গান

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম লাইকি অ্যাপে সবচেয়ে প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে ১০ জনের অংশগ্রহণে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।
দেখবে সারা দুনিয়া’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। গানের সুর ও সংগীত পরিচালনা করেন শাহরিয়ার আলম মার্সেল। গানটিতে তারও কণ্ঠ থাকছে।
গানটিতে আরও চমক হিসেবে থাকছেন নৃত্যশিল্পী হৃদি শেখ। সেইসাথে দেখা যাবে কোনালকেও। ভিডিওতে র্যাপের পাশাপাশি রোহান’স ডান্স গ্রুপের সঙ্গে আরও দেখা যাবে ‘লাইকি আইকন’ নুসান তাসিম, আফসার, জিয়াউদ্দিন রবিন, নোবেল, সামিরা জাহিদ, আকাশ, নাহিদ, ইতি আয়েশা, সাজু ও রাসেল জেটিএসকে।
সম্প্রতি এফডিসিতে দৃষ্টিনন্দন সেট তৈরি করে গানটির শুটিং হয়েছে। এছাড়া আহসান মঞ্জিল, এসআর ফিল্মস স্টুডিও এবং ঢাকার কয়েকটি স্থানে মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা ও মিউজিক লেবেল অ্যান্ড প্রোডাকশন হাউজ সিএমভি।
চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন কোনাল। লাইকি ও ট্যালেন্টদের নিয়ে কাজ করছেন তিনি।
কোনাল বলেন, ট্যালেন্ট হান্ট থেকে উঠে এসে এবার লাইকি প্ল্যাটফর্মের ট্যালেন্টদের স্বাগত জানাতে এ গান। লাইকির মাধ্যমে প্রতিভাবানরা তাদের প্রতিভা পৃথিবীকে জানান দিচ্ছে। সেই ট্যালেন্টদের সেলেব্রেট করার জন্য এই গানটি করা। গানটি খুবই এনজয়েবল।
এদিকে, লাইকি বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, কোনালের গাওয়া এ গানটি ইয়ুথদের টার্গেট করা বানানো। লাইকি তাদের সম্ভাবনাময়দের উৎসর্গ করে ভিডিও তৈরি করছে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানানো হয়েছে এবং প্রত্যেক সৃজনশীল ব্যক্তির নিজের প্রতিভা প্রকাশের উপযুক্ত স্থান হিসেবে নিজেদের তুলে ধরেছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ‘দেখবে সারা দুনিয়া’ গানটির মিউজিক ভিডিওটি লাইকি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
Related News

সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প
সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিকRead More

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More