দেশের সাম্প্রতিক অনাকাঙ্খিত পরিস্থিতির প্রেক্ষিতে সিলেটের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের বিবৃতি
দেশের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে সিলেটের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, আমরা বাঙালি জাতি সুদীর্ঘ লড়াই, সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অনিবার্য পরিণতিতে, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েই, অর্জন করেছিলাম বাঙালির স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ। একাত্তরের সশস্ত্র যুদ্ধেই ত্রিশ লক্ষ বাঙালির রক্ত, দুই লক্ষের ও বেশি মা-বোনের সম্ভ্রম, অগনিত মানুষের মেধা ও কোটি কোটি মানুষের শ্রম ও ত্যাগের বিনিময়ে অর্জন করেছিলাম, চিন্হিত সাম্প্রদায়িক অপশক্তিকে পরাস্ত করা জনপদ বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অভ্যূদয় ঘটেছিলো বাঙালি জাতির অস্তিত্বের গ্যারান্টি, সাম্প্রদায়িক অপশক্তির গণকবর। কিন্তু দূর্ভাগ্যবশত পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিসমূহ বার বার জনমনে নানাবিধ বিভাজন ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের তথা বাঙালি জাতির অস্তিত্বের মর্মস্থলে আঘাত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, মানবিক মূল্যবোধ সমৃদ্ধ, শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ বারবার তাদের ষড়যন্ত্র – চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা কে কেন্দ্র করে দেশের কিছু কিছু স্হানে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে অরাজকতা, উশৃংখলতার মাধ্যমে, আইন শৃৃৃৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানাবিধ নির্যাতনের অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। চিন্হিত অপশক্তি সমূহের পাতা ফাঁদে বা কোন প্রকার উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্য্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকা সহ দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন সচেতন মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন,গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল কাশেম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ,আইডিয়ার নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল,সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা,বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী,বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি(মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, ন্যাপ ঐক্য সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল,গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন,জাসদ সাধারণ সম্পাদক কে,এ কিবরিয়া চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমেদ মিশু, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ(মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব,বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার প্রমুখ।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

