শুক্রবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

সংস্কার কাজের জন্য শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের বেশ কয়েকটি এলাকায় দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ।
এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ রোডে কুমারগাঁও গ্রিড থেকে মদিনা মার্কেট পয়েন্ট পর্যন্ত ৩৩ কেভি লাইন নির্মাণকাজ, ১১ কেভি লাইনের তার পরিবর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মেরামত কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে, সেগুলো হলো- বিশ্ববিদ্যালয় ফিডারের কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, পার্ক ভিউ আবাসিক এলাকা, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রিন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক, ওসমানী মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও হোস্টেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Related News

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠানRead More