বাবা হওয়ার খবর জানিয়ে ফের ‘বিতর্কের মুখে’ নোবেল

সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘সারেগামাপা’ খ্যাত মাঈনুল আহসান নোবেলের। বিতর্কিত মন্তব্যের কারণে বারবার সমালোচিত হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও বিতর্কের মুখে পড়লেন এ গায়ক।
সোমবার নিজের ফেসবুকে খুশির খবর জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে নোবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’
সেই পোস্টে বাঁধ সেধেছে ‘হয়তো’ শব্দটি নিয়ে! অনেকে প্রশ্ন তুলেছেন, ‘হয়তো কেন? আপনি কি শিওর নন?’ একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’
আরেকজন লিখেছেন, ‘বাবা-মা হলে সবাই জানিয়ে দেয়, তারা বাবা-মা হতে চলেছেন। ‘হয়তো’ ব্যবহার করাটা দৃষ্টিকটু। আবার অন্য ইঙ্গিতও দেয়।’
প্রসঙ্গত, নোবেলের স্ত্রীর নাম সালসাবিল মাহমুদ। বছর দেড়েক আগে বেশ গোপনেই তারা নিজেদের বিয়ে পর্ব পার করেছিলেন।
Related News

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More

সিরাজউদ্দৌলা হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি
আনোয়ার হোসেন এদেশের সিনেমায় আজও নবাব সিরাজউদ্দৌলা হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে গেঁথে আছেন। খান আতাRead More