মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ভারতীয় আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, ভারতের খোয়াই জেলার চম্পা হাওর থানার ইস্টকারিঙ্গি ছড়ার মৃত সুরেশ দেব বর্মা বিদ্যাবিলের রাজিব দেব বর্মা (৩০) ও মৃত যুগেষ দেব বর্মার ছেলে গুরু দেব বর্মা (৪২)। এ ঘটনায় বিজিবি শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিজিবি জেসিও ৭৭৫৮ সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির জওয়ানরা ৭৮পি/১২ নম্বার পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দেশের আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে।
Related News
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গেদন মেম্বার গ্রেফতার
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড এর বর্তমানRead More
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More

