সিলেটে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

সিলেট বিভাগের ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৯ জানুয়ারি (শুক্রবার) রাত ১০টার দিকে র্যাবের একটি দল সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন মোসলেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে ১ শ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- বালাগঞ্জের গহরপুর খাঁপুর গ্রামে কামাল আহম্মেদ (৩২), দক্ষিণ সুরমার মুমিন খোলা এলাকার মারুফ আহম্মেদ (৩৯), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামের মুজিবুর রহমান (৫০) ও বিয়ানীবাজার উপজেলার উজানঢাকি গ্রামের মো .শাহীন আহম্মেদ (৩৬)।
পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরেকটি অভিযানে শুক্রবার সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন খাগাইল গ্রামে অভিযান চালিয়ে ২শ ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জয়নুদ্দিন (৩৫) নামের একজনকে আটক করে র্যাব। জয়নুদ্দিন কোম্পনীগঞ্জ উপজেলার মহিষখেড় গ্রামের বাসিন্দা।
পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব অপর একটি অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেজুড়া গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
তারা হচ্ছেন- নরসিংদি জেলার আড়াইহাজার থানার বামুন্দি গ্রামের মো. মতিউর রহমান (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৫০)।
পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ভারতীয় আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,Read More

সিলেটে দেড় বছরের জমানো মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত এক বছর সাত মাসে বিজিবি’র হাতে আটক হওয়া প্রায়Read More