গোয়াইনঘাটে ব্রিক ফিল্ডে অভিযান, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সিলেটের দক্ষিণ সুরমার পর এবার গোয়াইনঘাটে ৮টি ব্রিক ফিল্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ আইনে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার র্যাব সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম, মিডিয়া অফিসার এএসপি ওবাইন এবং জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইনের সমন্বয়ে একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযানে পরিবেশ আইনে মেসার্স আব্দুস ব্রিক ফিল্ডকে ১ লাখ ৮০ হাজার টাকা, আদর্শ ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স নিশান ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স সালুটিকর ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স গোল্ডেন ব্রিক ফিল্ডকে ৮০ হাজার, মেসার্স সোনালি ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স রুপালী ব্রিক ফিল্ডকে (নোয়াগাঁও) ২লাখ ও মেসার্স রুপালী ব্রিক ফিল্ডকে (নন্দীরগাঁও) ১ লাখ টাকাসহ মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এর আগে গত সপ্তাহে দক্ষিণ সুরমায় পরিবেশ আইনে ব্রিক ফিল্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছিল।
Related News

সিলেট আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান বলেছেন, তারুণ্য নির্ভর আগামীরRead More

ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিকRead More