সিসিকের অভিযানে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জিন্দাবাজার এলাকায় বকেয়া হোল্ডিং টেক্স দেড় লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি লঙ্গন, সড়ক বেআইনিভাবে দখল ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ ডিসেম্বর) সিসিকের ২টি ভ্রাম্যমাণ আদালত নগরীর জিন্দাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা ও ১ টি মামলা করেন।
এছাড়াও অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া হোল্ডিং টেক্স দেড় লাখ টাকা আদায় করা হয়।
অপরদিকে, সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ একই অভযানে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি স্বাস্থ্যবিধি লঙ্গন, সড়ক বেআইনিভাবে দখল ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং তাদের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানের সময় সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং এসএমপির একদল পুলিশ উপস্থিত ছিলেন।
Related News

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে অনৈতিক কাজে ধরা পড়লেন ১০ নারী-পুরুষ
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানাপুলিশ। দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুরRead More

সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান জব্দরি করলো বিজিবি
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যেরRead More