সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞাকে বদলি
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞাকে বদলি করা হয়েছে। চলতি মাসে পুলিশ সদর দপ্তর থেকে তাঁর বদলির আদেশ সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে এসে পৌঁছে।
আজ রোববার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের। তবে সিলেট কোতোয়ালি থানায় ওসি’র দায়িত্বে নতুন কে আসছে তা তিনি জানাতে পারেননি।
আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, চলতি মাসেই কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞার বদলির আদেশ এসেছে। তাকে ঢাকা এসবি-তে (স্পেশাল ব্রাঞ্চ) বদলি করা হয়েছে। তবে তিনি এখনও দায়িত্বে আছেন। নতুন ওসি আসলেই দায়িত্ব হস্তান্তর করবেন।
তবে নতুন ওসি হিসেবে কে আসছেন সেটি এখনও জানা যায়নি বলে জানালেন বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ সেলিম মিয়া। সিলেট আসার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

