বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে ড. মির শাহ আলম সংবর্ধিত
বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার সদর দপ্তরের পরিচালক ড. মির শাহ আলম এর চাকুরী থেকে অবসর উপলক্ষে সিলেট কেন্দ্রের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে বেতারের সভা কক্ষে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে ও অধীবেশন তথ্যাবধায়ক মোঃ ফয়সল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের প্রাক্তন আঞ্চলিক পরিচালক সাজেদা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক পবিত্র কুমার দাস, প্রদীপ চন্দ্র দাস, সহ-বার্তা নিয়ন্ত্রক আশিকুল ইসলাম খান, মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট গীতিকার আজহার উদ্দিন জাহাঙ্গীর, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, র্যাঙ্ক সভাপতি শিমূল আক্তার, অধিবেশন তথ্যাবধায়ক বৃন্দের পক্ষে মোঃ ওয়াহিদুল হক, অনিয়মিত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সুরজিত দেব তনু, আলী আকবর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধিবেশন তথ্যাবধায়ক আব্দুল মজিদ লস্কর, নন্দিতা দত্ত, প্রদীপ মল্লিক, দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, এম রাহমান ফারুক, উবায়েদ আহমদ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলমকে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
Related News
জালালপুরে আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়খাইল গ্রামে আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশনেরRead More
আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের জনসভা সফলের লক্ষে জেলা মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা
২২ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের জনসভা সফলের লক্ষে জেলা মৎস্যজীবী দলেরRead More

