জেলা পরিষদ, সিলেট এর উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান
মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ, সিলেট এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট মহানগর ও জেলা কমান্ড ইউনিটের বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেট এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফুর রহমান এডভোকেট, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীরপ্রতিক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক সদর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী ইরশাদ আলী।
জেলা পরিষদের সাটলিপিকার একেএম কামারুজ্জামান মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজজাহুরা রওশন জেবীন রুবা, শামীম আহমদ, মোহাম্মদ শাহানূরসহ পরিষদের সদস্য, মহানগর, জেলা কমান্ড ইউনিট এর বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তালিকা অনুযায়ী সিলেট মহানগর এর আওতাধীন ৯৭জন এবং জেলা কমান্ড ইউনিটের ২৯জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

