Main Menu

সিলেট সদর উপজেলায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ক মতবিনিময়

অপাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ক মতবিনিময় সভা বুধবার (১১ নভেম্বর) সিলেট সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের সভাপতিত্বে ও অপরাজিতা সিলেট জেলা প্রকল্প সমন্বয়কারী মো. ইখতেহার হোসেন মৃধার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাস্টার ক্যাপসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মোঃ কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমন্বয়কারী মোছাঃ কোহিনুর বেগম, কো অর্ডিনেটর ফিন্যান্স সালমা বেগম, শিহাবুল ইসলাম, শিউলি আক্তার প্রমুখ।
পরে বেলা ১ টায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে সিলেট সদর উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছেন। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবী রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করেন। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রুত এই দাবীটি পূরণ করেন এব্যাপারে তাদের বক্তৃতায় জোরদাবী জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *