সিলেটে একদিনে করোনায় মৃত্যু ১ জনের, সুস্থ ৫০
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭ ও মৌলভীবাজারের ৩ জন। অপরদিকে বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন। এর মধ্যে সিলেট জেলার ২২, সুনামগঞ্জের ২০ ও হবিগঞ্জের ৮ জন। এছাড়া গতকাল বিভাগে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৭৩১। এ মধ্যে সিলেট জেলায় ৬৯১৬, সুনামগঞ্জে ২৩৪৭, হবিগঞ্জে ১৭৫৮ ও মৌলভীবাজার জেলায় ১৭১০ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৩ জন। এর মধ্যে সিলেটে ৫৪, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৩ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ৩০ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৬৩৫ জন। এর মধ্যে সিলেটে ৫৫২৫, সুনামগঞ্জে ২১৮৭, হবিগঞ্জে ১৩৩৪ ও মৌলভীবাজারে ১৫৮৯ জন। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

