Tue. Sep 29th, 2020

Onesylhet24.com

Online News Paper

করোনায় মারা গেলেন অভিনেতা কে এস ফিরোজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা খন্দকার শাহেদ উদ্দিন ফিরোজ (কে এস ফিরোজ)। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বুধবার ভোর ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার মেয়ে নাদিয়া ফিরোজ।

তিনি বলেন, ‘বাবা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ২৮ আগস্ট তার করোনাভাইরাস ধরা পড়ে। অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকায় ৩০ আগস্ট তাকে সিএমএইচে নেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুইবার বাবার স্ট্রোক হয়। বুধবার দ্বিতীয় স্ট্রোকে বাবার মৃত্যু হয়েছে।’

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কে এস ফিরোজকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার বাদ জোহর বনানী সেনানিবাস কবরস্থানে দাফন করা হবে বলে জানান নাদিয়া।

৭৬ বছর বয়সী কে এস ফিরোজ মঞ্চ এবং ছোট ও বড় পর্দায় যুগপৎ অভিনয় করেছেন। তিনি নাট্যদল থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য ও সভাপতি ছিলেন।