সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়া নাহিদার অনৈতিক কর্মকান্ডের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি
সিলেট নগরের বনকলাপাড়ার নাহিদা আক্তারের অনৈতিক কর্মকা-ের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জালালাবাদ থানার মোহাম্মদী দুসকী এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়া।
শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়া বলেন, ‘নাহিদা তার ভাই পরিচয়দানকারী সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফয়জুল নূর চৌধুরীর ছেলে ছইদ মিয়া চৌধুরীর চার শতক জমি নিজে সাক্ষী থেকে দুই লাখ টাকায় আমার কাছে বিক্রি করেন। এরপর আমি এই জমি ভোগদখল করে আসছি। জমির খাজনাও পরিশোধ করেছি। কিন্তু কয়েকদিন ধরে নাহিদা ফের আমার কাছে আরও অর্থ দাবি করেন। অর্থ না দিলে জমি থেকে উচ্ছেদের হুমকিও দেন।’
ইউসুফ আরও বলেন, এ ঘটনার পর তিনি বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করলে নাহিদা আরও ক্ষেপে গিয়ে তাকে উচ্ছেদের পরিকল্পনা করে ব্যর্থ হন। পরে তিনি নানাভাবে মামলা দিয়ে হয়রানি শুরু করেন। তিনি আমাকেসহ তার কাছ থেকে যারা জমি কিনেছেন সবাইকে নানাভাবে ফাঁসানোর চেষ্টাও করেন বলে দাবি করেন ইউসফ।’
তিনি আরও দাবি করেন, আমরা অসহায় মানুষ তার এবং তার নির্বাচিত লোকদের কাছ থেকে জমি কিনেছিলাম। কিন্তু এখন আমরা ক্রেতারা বহু মামলার আসামি হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’ ইউসুফ আরও বলেন, নাহিদা অপকর্ম নিয়ে বহুবার স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশাসনের নিরবত ভূমিকার কারণে সে ও তার বাহিনী আরও উৎসাহিত হয়েছে। এমনকি তার (নাহিদা) ছেলেকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার স্ত্রীর ছবি দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় করতে অপপ্রচার রটাচ্ছে। তিনি এ সকল অনৈতিক কর্মকা-ের ন্যায় বিচার চান। ইউসুফ প্রশাসনের কাছে আর্জি জানান, যদি আমরা অপরাধী হয়ে থাকি আমাদের শাস্তি হোক। আর যদি অপরাধী না হই, তাহলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব কোনো?
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বশির মিয়া, সালেহা বেগম, রাবেয়া বেগম, সাজু মিয়া, সাঈম, তানিয়া আক্তার ও তপন মহাজন।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

