Main Menu

দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে শ্রমিকনেতা খুন

সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিকনেতা খুন হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। নিহত ইকবাল হোসেন রিপন সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে তিনি।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। পুলিশ ঘটনা তদন্তসহ খুনি গ্রেফতারে কাজ শুরু করেছে বলে জানান ওসি খায়রুল ফজল।

এ ঘটনায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে টায়ার জালিয়ে অবরোধ করছেন শ্রমিকরা। এর আগে বাবনা পয়েন্টেও বিক্ষোভ করেন শ্রমিকরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *