খাদিমনগর আ’লীগ সভাপতি তারা মিয়ার উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ইউনিয়ন শ্রমিকলীগের

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কয়েক বারের সাবেক ইউপি সদস্য মো. তারা মিয়ার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন খাদিমনগর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে তারা মিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রাত্যাহারের দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) খাদিমনগর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল ভোটে নির্বাচিত একজন সভাপতি। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় যাবতীয় কর্মকান্ড নিষ্ঠার সাথে পালন করে আসছেন। শুধু তাই নয়। তিনি দীর্ঘদিনের সাবেক ইউপি মেম্বার এবং এলাকার একজন সালিশ ব্যক্তিত্বও। গত (২২ মে) তারা মিয়ার আপন ছোট বোনের স্বামী মংলিপার এলাকার বাসিন্দা আত্তর আলী ও তাহার ছেলে রাহেল মিয়াসহ তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে, একই এলাকার রাজা মিয়া ও তার বাহিনীর লোকজন। তাদের হামলায় পরিবারের নারী পুরুষসহ ৩ জন সদস্য আহত হয়েছেন। আমরা এ হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের আহবান জানান।
Related News

রাতভর অভিযান, সকালে গ্রেফতার আইভী
অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রাতভর অভিযান শেষেRead More

ওসমানীনগরের আব্দুল হাদীর সংবাদ সম্মেলন: তালাকপ্রাপ্তা স্ত্রী ও ইউপি চেয়ারম্যানের হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ওসমানীনগরের খয়েরপুর গ্রামের ইতালী প্রবাসী মো. আব্দুল হাদী তার তালাকপ্রাপ্ত স্ত্রীর কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্নRead More