সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৫ টি ইউনিয়নে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারনে চলমান লোক ডাউন পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে সিলেট জেলা পরিষদ।
আজ শনিবার (১৬ মে) ৪০০ মানুষের মধ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের কিছু অংশ ও সদর উপজেলার ১নং জালালাবাদ, ২নং হাটখোলা, ৫নং টুলটিকর, ৭নং মোগলগাঁও এবং ৮নং কান্দিগাঁও ইউনিইয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর।
এসময় উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, হাটখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া, জেলা পরিষদের কর্মকর্তা নাজিম আহমদসহ প্রতিটি ইউনিয়নের মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ দিশেহারা। বাংলাদেশেও এ ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। দফায় দফায় সরকার সাধারণ ছুটি বৃদ্ধি করছে। যার ফলে দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। ইতোমধ্যে ১০ কেজি হারে চাল, শুকনো খাদ্য সরকারী ভাবে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। স্বল্প মূল্যে চাল (১০ টাকা দরের) বিক্রি, ভিজিডি, ভিজি এফসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। এক কথায় চলমান দুর্দিনে সরকার জনগনের পাশে আছে। সুতরাং প্রাণঘাতী এই মহামারী থেকে বাচতে সকলকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, গ্লাবস, ও হাত ধোয়া অব্যাহত রাখতে হবে
Related News

মোগলগাওঁ ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়ার মেয়ে সুমাইয়া ইসলাম সাফা ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে
২০২২ শিক্ষাবর্ষের সিলেট শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হওয়া সিলেটRead More

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নানা কর্মসূচি
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে—Read More