সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আজ মঙ্গলবার (১৭ই মার্চ) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নেতৃত্বে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিশুদেরকে সাথে নিয়ে সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যলয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বার্ঘ্য অর্পন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক মো: মোস্তফা কামাল এর সঞ্চালনায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ও আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ঋষি কেশ ঘোষ এর সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষনীয় অনেক অজানা বিষয় তুলে ধরেন। তিনি বাংলা ও বাঙ্গালীর ইতিহাস, বঙ্গবন্ধু নিয়ে লিখিত গবেষণা পত্র ও প্রবন্ধ সমূহ তথা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে কোমলমতি শিশুরা যাতে জানতে পারে সেব্যাপারে উপস্থিত সকল অভিভাবকদেরকে দায়িত্ব ও যত্মবান হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য প্রফেসর মো: মনির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, প্রক্টর ও ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল আনসারী, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো: জাকারিয়া হাবিব, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Related News

কান্দিগাঁও ইউনিয়নের ঘোপালে ঈদে মিলাদুন্নবীর র্যালী অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ও ঘোপাল, কান্দিগাও, ভাগাড়পার ওRead More

নব্বই দশকের সাবেক ছাত্রনেতা জুনেদ আহমদ এর দেশে গমণ।। ওসমানী বিমানবন্দরে সংবর্থনা প্রদান
যুক্তরাজ্য আওয়ামী লীগের নর্থ ষ্টাফফোর্ড ষ্টোক অন ট্রেন্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নব্বই দশকের তূখোড়Read More