মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মুজিববর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচি হলো ১৭ মার্চ সকাল ৭ টায় জেলা প্রশাসন কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পণ। বাদ আছর তেমূখীস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল। একই দিন উপজেলার ৮ টি ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মে নিয়মানুসারে প্রার্থনা। বছর ব্যাপী ৮ টি ইউনিয়নে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া জাতীয় ও স্থানী সকল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মখলিছুর রহমান, এডভোকেট নূরে আলম সিরাজী, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহানূর, মোঃ ফারুক খান, মোঃ আমির উদ্দিন আহমদ, মনোয়ার ইবনে রহমান, আফতাব আহমদ, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, এইচ এম এ মালিক ইমন, মকসুদ আহমদ মকসুদ, ফজলুল করিম ফুল মিয়া, আনোয়ারুল হক, মুহিবুর রহমান বেলাল, আব্দুল হক, আবুল কালাম, মোঃ জিয়াউল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মালিক মামুন, নান্টু চন্দ, মনির আলী, আজম আলী, মুজাহিদ আলী, আব্দুল মুকিত, কমর উদ্দিন খান, নিরেশ দাস, মানিক মিয়া, গেদন মিয়া মেম্বার, মহিউদ্দিন, মন্তকা আহমদ মেম্বার, গিয়াস উদ্দিন মেম্বার, সাইস্তা মিয়া মেম্বার, মোস্তফা উল্লাহ, প্রভাষক সেলিম আহমদ, আল মামুন শাহিন, আতাউর রহমান সাধু প্রমূখ।
Related News
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে, ড. মোহাম্মদ শহিদুল হক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডীন ড. মোহাম্মদRead More
কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশব্যপী আরো বিপ্লব ঘটাতে হবে, ড. কাজী মজিবুর রহমান
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, কন্দালRead More