৩০সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল

কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের ৩০সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল শনিবার (৪ জানুয়ারী) সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে সকলের সার্বিক সহযোগিতা ও সফল করে তোলার জন্য কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি শায়খুল কুররা মাওলানা আব্দুল হাকিম সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহবান জানিয়েছেন।
দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি। সম্মেলনে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী মিশরের শায়খ ক্বারী মানসুর জুমা মানসুর। এছাড়া স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্বারী ও উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।
এছাড়া মহাসম্মেলনে বিগত ৩০ বছরের ফুজালাদের দস্তারে ফজীলত বা সম্মাননা পাগড়ী প্রদান করা হবে।
Related News

পবিত্র শবে মেরাজ ১১ মার্চ
শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে ১৪৪২Read More

রেকর্ড পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার মিলল পাগলা মসজিদের দান বাক্সে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকাRead More