৩০সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল

কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের ৩০সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল শনিবার (৪ জানুয়ারী) সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে সকলের সার্বিক সহযোগিতা ও সফল করে তোলার জন্য কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি শায়খুল কুররা মাওলানা আব্দুল হাকিম সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহবান জানিয়েছেন।
দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি। সম্মেলনে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী মিশরের শায়খ ক্বারী মানসুর জুমা মানসুর। এছাড়া স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্বারী ও উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।
এছাড়া মহাসম্মেলনে বিগত ৩০ বছরের ফুজালাদের দস্তারে ফজীলত বা সম্মাননা পাগড়ী প্রদান করা হবে।
Related News

আজিমুশ্বান ইজতেমা থেকে আমীরে আঞ্জুমানের আহবান: ঘরে ঘরে দ্বীনি শিক্ষার আমল চালু করুন
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুদিন ব্যাপী আজিমুশ্বান ইজতেমা ২০২২ সম্পন্নRead More

সিলেট আঞ্জুমানের দু’দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু
উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রঃ) প্রতিষ্ঠিত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুদিনব্যাপী আজিমুশ্বানRead More