জিন্দাবাজার সরকারি কিন্ডারগার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

সিলেট জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথমদিন ১লা জানুয়ারি বুধবার সকালে বই বিতরণ উৎস অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষীকা কুমুকুম ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক এ.কে.এম সাফায়েত আলম।
আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মুস্তাকিম, কিশলয় চক্রবর্তী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার লিপীকা রায়, প্রধান শিক্ষীকা নাসিমা আক্তার চৌধুরী, সহকারি শিক্ষীকা ছন্দব রানী দাস, মালেকা আক্তার জাহান, ফাহমিদা পারভীন, নিপা চৌধুরী, রোমানা বেগম, ইভা ভৌমিক, মৌরি দাস জুই, সুলতান আহমদ প্রমুখ।
Related News

সিলেটে চলছে ঢিলেঢালা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণে রেশ টানতে দেওয়া আজ ২২ এপ্রিল থেকে দেয়া দ্বিতীয় মেয়াদের ‘কঠোর লকডাউনে’ ১৩Read More

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, সনাক্ত ১১৩
সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হারিয়েছেন আরও ৪ জন। আর ২৪ ঘন্টায়Read More