Main Menu

প্রতি সিলিন্ডারে ১০০ টাকার বেশি বাড়ছে গ্যাসের দাম

তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র মূল্য সিলিন্ডার প্রতি ১০২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বৃহস্পতিবার ঢাকায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, এই নতুন দাম কার্যকর হবে পহেলা আগস্ট রোববার থেকে।

এখন দাম বৃদ্ধির ফলে ১২ কেজি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হবে ৯৯৩ টাকা।

এ মাসের গোড়াতেও এর দাম বাড়ানো হয়েছিল।

জুলাই মাসে ৪৯ টাকা দাম বাড়ানোর কারণে প্রতি সিলিন্ডারের দাম এখন রয়েছে ৮৯১ টাকা।

আগস্ট থেকে আরো বাড়তি দাম দিতে হবে গ্রাহকদের।

এনার্জি রেগুলেটরি কমিশনের কর্মকর্তা আব্দুল জলিল বিবিসিকে বলেছেন, এ বছরের এপ্রিল মাস থেকে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আইনগত এবং আমদানি খরচের বিষয় তুলে ধরেন।

আব্দুল জলিল জানিয়েছেন, গ্রাহকদের পক্ষ থেকে হাইকোর্টে বেসরকারি খাতে দাম নির্ধারণের জন্য আদালতে রিট করা হয়েছিল।

সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত এপ্রিল মাসে এক আদেশে রেগুলেটরি কমিশনকে প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়ার নির্দেশ দিয়েছিল। এছাড়া জ্বালানি সম্পর্কিত আইনেও দাম নির্ধারণ করে দেয়ার বাধ্যকবাধকতা আছে।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, একদিকে আইনগত বাধ্যবাধকতা আছে। অন্যদিকে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে এলপিজি আমদানি করা হয় এবং তারাও প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়।

সেজন্য সরকারি এবং বেসরকারি খাতের এলপিজির দাম প্রতি মাসে নির্ধারণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, শুধু দাম বাড়ানো হচ্ছে না। গত জুন মাসেই আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় দাম কমানোও হয়েছিল।

এলপিজি’র আমদানি এবং খুচরা বাজারে বিক্রির বিষয়টি বেশিরভাগই বেসরকারি খাতের ওপর নির্ভরশীল।

সূত্র : বিবিসি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *