সীমিত পরিসরে এবারও শোক দিবসের কর্মসূচি
করোনার কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এবারও সারাদেশে শোকাবহ অগাস্টের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
সোমবার এক সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এতথ্য জানান।
তিনি বলেন, করোনার কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারও শোকাবহ আগস্ট পালন করবে।
কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, সীমিত আকারে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকপাত, ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিন বলেন, শোকাবহ অগাস্টে ব্যাপক গণজমায়েত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি থাকবে।
বাহাউদ্দিন নাছিম আরো বলেন, এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সংক্রমণের রেকর্ড পার করছে দেশ। এজন্য এবারের শোকাবহ আগস্টে আমরা শোককে শক্তিতে রূপান্তর করে বেশকিছু কর্মকাণ্ড হাতে নেব। করোনায় মানুষের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। এর সঙ্গে আরও বিস্তৃত আকারে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করবো।
উল্লেখ্য, গত বছরও করোনার কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়।
Related News
জালালাবাদ ইউনিয়নে জনসভা: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে
বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতাRead More
আন্দোলনে ৯ হত্যা মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার
উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের কুণ্ডুরপাড় এলাকা থেকে শনিবার (৯ নভেম্বর) দুপুরে বানিয়াচং থানা পুলিশ তাকেRead More