সেজানের জুস কারখানায় ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, বাড়তে পারে লাশ

ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট ২২ ঘণ্টার চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার আগুন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের প্রথমে ১১টি পরে আরো সাতটি ইউনিটসহ মোট ১৮টি ইউনিটের সদস্যদের টানা প্রচেষ্টায় শুক্রবার বেলা ৩টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন শুক্রবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার আগুন লাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আসে আরো সাতটি ইউনিট। টানা দীর্ঘ ২২ ঘণ্টা তাদের প্রচেষ্টায় শুক্রবার বেলা ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিভে যায়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ৪৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন নেভানোর পর ওই সব ফ্লোরে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
Related News

আগে বেসিক সংস্কার ও গণহত্যার বিচার তার পর নির্বাচন হওয়া উচিতঃ জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলেRead More

বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানRead More