মগবাজার বিস্ফোরণ, আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাতে দুর্ঘটনার পর যে পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে এই তিনজন ছিলেন। তাদের এখন রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পাঁচজনের মধ্যে তিনজন আইসিইউতে ভর্তি আছেন। এই তিনজন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ‘তিনজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এককথায় শরীরের প্রায় সব জায়গায়ই পুড়ে গেছে। বাকি দুইজন মোটামুটি স্ট্যাবল (স্থিতিশীল) আছেন।’
মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের উল্টো দিকের মূল সড়ক লাগোয়া একটি ভবনে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ঝলকানি দেখা গেলেও তা অগ্নিকাণ্ডে রূপ নেয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ মাসের শিশু ও তার মাসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
ভবনটিতে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ তা পরিষ্কারভাবে জানা যায়নি। প্রকৃত কারণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি।
এ ছাড়া পুলিশ সদর দফতর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে পুলিশের এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Related News

আগে বেসিক সংস্কার ও গণহত্যার বিচার তার পর নির্বাচন হওয়া উচিতঃ জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলেRead More

বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানRead More