গোল করার পর রোনাল্ডোর উৎসবের ভঙ্গি নিয়ে আপত্তি উঠল

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে উৎসব করেন, সেটা ভালো চোখে দেখছেন না হাঙ্গেরির প্রশিক্ষক মার্কো রোসি। এ বারের ইউরো কাপে পর্তুগালের প্রথম ম্যাচ ছিল হাঙ্গেরির বিরুদ্ধে। সেই ম্যাচে দুটো গোল করেন পর্তুগীজ তারকা। গোলের পর লাফিয়ে উঠে দু’পাশে দু’হাত ছড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উৎসব পালন করেন তিনি। সেটাতেই আপত্তি রোসির।
গ্রুপ এফ থেকে বিদায় নিতে হয়েছে হাঙ্গেরিকে। রোসি বলেন, ‘রোনাল্ডো একজন চ্যাম্পিয়ন। কিন্তু কোনো কোনো সময় ও অসহ্য হয়ে ওঠে। আমাদের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করার পর এমনভাবে উৎসব করল যেন ফাইনালে গোল করেছে। মানুষ এগুলো লক্ষ্য করে।’
ফ্রান্সের বিরুদ্ধে গোল করে দলকে প্রি কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। গতবারের ইউরো চ্যাম্পিয়নরা এবার মুখোমুখি হবে বেলজিয়ামের। ইউরো কাপে সব থেকে বেশি গোলের মালিক রোনাল্ডো। ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করে আন্তর্জাতিক মঞ্চে তার গোল সংখ্যা ১০৯। আলি দায়িরের সাথে যুগ্মভাবে শীর্ষে। বেলজিয়ামের বিরুদ্ধে গোল করলেই পিছনে ফেলে দেবেন ইরানের প্রাক্তন ফুটবলারকে।
সূত্র : আনন্দবাজার
Related News

সিলেটে প্রস্তুতি সারছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আসছে বুধবার
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি সিলেটRead More

রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
অঘটন প্রায় ঘটেই যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে হয়েছে রক্ষা। আইরিশ নারীদের বিপক্ষে রক্তহিম করা রোমাঞ্চকরRead More