Main Menu

গোল করার পর রোনাল্ডোর উৎসবের ভঙ্গি নিয়ে আপত্তি উঠল

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে উৎসব করেন, সেটা ভালো চোখে দেখছেন না হাঙ্গেরির প্রশিক্ষক মার্কো রোসি। এ বারের ইউরো কাপে পর্তুগালের প্রথম ম্যাচ ছিল হাঙ্গেরির বিরুদ্ধে। সেই ম্যাচে দুটো গোল করেন পর্তুগীজ তারকা। গোলের পর লাফিয়ে উঠে দু’পাশে দু’হাত ছড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উৎসব পালন করেন তিনি। সেটাতেই আপত্তি রোসির।

গ্রুপ এফ থেকে বিদায় নিতে হয়েছে হাঙ্গেরিকে। রোসি বলেন, ‘রোনাল্ডো একজন চ্যাম্পিয়ন। কিন্তু কোনো কোনো সময় ও অসহ্য হয়ে ওঠে। আমাদের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করার পর এমনভাবে উৎসব করল যেন ফাইনালে গোল করেছে। মানুষ এগুলো লক্ষ্য করে।’

ফ্রান্সের বিরুদ্ধে গোল করে দলকে প্রি কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। গতবারের ইউরো চ্যাম্পিয়নরা এবার মুখোমুখি হবে বেলজিয়ামের। ইউরো কাপে সব থেকে বেশি গোলের মালিক রোনাল্ডো। ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করে আন্তর্জাতিক মঞ্চে তার গোল সংখ্যা ১০৯। আলি দায়িরের সাথে যুগ্মভাবে শীর্ষে। বেলজিয়ামের বিরুদ্ধে গোল করলেই পিছনে ফেলে দেবেন ইরানের প্রাক্তন ফুটবলারকে।

সূত্র : আনন্দবাজার






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *