কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের মতবিনিময় সভা

আজ বুধবার সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে আবাসকি হোটেল ও রেস্টুরেন্ট খাতে যথাযথ রাজস্ব আহরণ এবং ইএফডি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট শহরে অবস্থিত আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সংক্রান্ত সকল এসোসিয়েশনে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ সফিউর রহমান, সিলেট চেম্বারের সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি সিলেট শাখার সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সিদ্দিকী, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি শ্রী শান্ত দেব, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওউনার্স গ্রুপের সভাপতি সুমায়েত নূরী চৌধুরী জুয়েল, সেক্রেটারী নওশাদ আল মুক্তাদিরসহ সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কর্মকর্তাবৃন্দ।
Related News

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ছাগল বিতরণ কর্মসূচি সম্পন্ন
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের মানবিক উদ্যোগ ছাগল বিতরণ ২য় কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবারRead More